ছবি: সংবাদ সারাবেলা।
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিনিটির বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গতকাল ৮ ই ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ডিনারপার্টি লুটন শহরে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুর রুউফ তালুকদার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি, ও রাসেল খাঁন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক এম এ মান্নান নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন।
বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই, অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম ,কবি কাজল রশিদ, ইব্রাহিম তালুকদার, সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক, প্রাক্তন সভাপতি সৈয়দ শামীম ইসলাম, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান খাঁন কমরু, প্রাক্তন সেক্রেটারি শফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান, সহ সভাপতি শামীম চৌধুরী, সহ সভাপতি শাহাজান সিরাজ, সহ সভাপতি শেখ জাহাদ জসিম,সহ সভাপতি ফয়সল ইসলাম,সহ সভাপতি তপু তোফায়েল খাঁন, সহ সভাপতি নিয়ামত খাঁন, সহ সভাপতি সেলিম আহমেদ,সহ সভাপতি আতিক লাকি,সহ সভাপতি আজিজুর রহমান মুন, সহ সভাপতি মাহবুবুর রহমান শিবলু, সহ সাধারন সম্পাদক মাহফুজ আহমদ,সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ, জয়েন্ট ট্রেজারার
সাইফুল হক খালেদ, জয়েন্ট ট্রেজারার সাদিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন বেলাল,সহ আন্তর্জাতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী,ক্রীড়া সম্পাদক রেজওয়ান হোসেন রাজু, সহ ক্রীড়া সম্পাদক শাওন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আহমেদ টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর চৌধুরী, নাজমুল ইসলাম, ইমাদ উদ্দিন চৌধুরী, সাহেদ কূরেশী,
সৈয়দ জামান, আনোয়ার আহমেদ,ও ইসফাক আহমেদ সজিব, সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ, ও পরিশেষে দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমেদ।
দোয়ার মাধ্যমে সংগঠন এর প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন, এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুর এর রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
র্যাফেল ড্র–এর ১ম পুরুষ্কার লুটন এর মো: ইকবাল হোসেন, ২য় পুরুষ্কার লন্ডনের শামীম চৌধুরী ও ৩য় পুরুষ্কার বিজয়ী মাইনুল হোসেন বেলাল এর হাতে আমন্ত্রিত অতিথিরা আকর্ষণীয় পুরুষ্কার তুলে দেন।
বাংলাদেশের দেশের অর্থনীতিতে ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলাবাসীর যথেষ্ট অবদান রয়েছে। সবদিকে জেলা বাসী এগিয়ে আছে অথচ সরকার উন্নয়ন বৈষম্য করছে, এর অবসান প্রয়োজন বলে উল্লেখ করে বক্তারা মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চারলেনে উন্নীতকরন এবং মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এবং শমসেরনগর বিমানবন্দর চালু ও মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি জোর দাবি জানান।
বক্তারা আর ও বলেন উন্নয়নে পিছিয়ে পড়া মৌলভীবাজার জেলার মানুষ। তথা এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। বর্তমানে জেলা সদরের গ্রামীণ অধিকাংশ সড়কগুলো যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ভাঙাচোরা সড়কে চলতে হয় যাত্রীদের। হচ্ছেনা সড়ক সংস্কার। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু প্রতিকার চাওয়ার কেউ নেই।
ইতিমধ্যে ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এই মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫ কিলোমিটারের ভয়াবহ যানজটের কবলে জরুরী প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের পরতে হচ্ছে। ৫ ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা লেগে যাচ্ছে।
তাই চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ।
উক্ত অনুষ্ঠানে ইউনিটি অব মৌলভীবাজার এর বিগত দিনের কার্যক্রম প্রজেক্টটারের মাধ্যমে দেখানোর পর উপস্থিত সবাই বিগত দিনের কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন, এবং আগামীতে জেলার উন্নয়নে ও মানবতার কল্যাণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন রামাদান প্রজেক্টের খাদ্য সামগ্রী বিতরণে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।
ঐক্যের সুতায় বাঁধা এই সম্মেলন প্রবাসী মৌলভীবাজার জেলাবাসীদের মধ্যে ঐক্য ও দায়িত্ববোধের নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এ যেনো এক প্রাণের মিলন মেলায় পরিনত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইউনিটি অব মৌলভীবাজার
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
