নাটোরের সিংড়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং ২ জন জয়িতাকে পুরস্কার দেয়া হয়। জুলহাস কায়েম এর সঞ্চালনায়,সিংড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ,সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান,সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রানা মাসুদ, সিংড়া মডেল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।