× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী জ্বরে কাপঁছে লক্ষ্মীপুর

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর

০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬ পিএম

দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারি ঢেউ লেগেছে লক্ষ্মীপুরেও। এখানকার ৪ টি আসনেই প্রার্থী দিয়েছে দেশের ক্রীয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। আজকের প্রতিবেদন লক্ষ্মীপুর-১ আসন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থীদের সরব তৎপরতা বেড়েছে। সকল দলের নেতাকর্মীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাঠে নেমেছেন। তবে এলাকাজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

বিএনপি ঘিরে বাড়ছে আলোচনা

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে রামগঞ্জে বিএনপি ছিল প্রায় নিষ্ক্রিয়। তবে পরিস্থিতির বদলে গণঅভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়ে ওঠে বিএনপি ও জামায়াত। সেই সঙ্গে প্রার্থীতার দৌড়ে এগিয়ে আসতে শুরু করেন জোট ও দলীয় নেতারা।

এমন সময়ে এলাকায় তৎপর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং বিএনপি পরিবারের সন্তান। স্থানীয় এক অনুষ্ঠানে মাহবুব জানান, তার ভাই মাহফুজ আলম রামগঞ্জ থেকে প্রার্থী হতে পারেন।

অন্যদিকে ২০১৮ সালে বিএনপি জোটের প্রার্থী ছিলেন এলডিপির শাহাদাত হোসেন সেলিম। ‘রাতের ভোট’ খ্যাত নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ার হোসেন খানের কাছে পরাজিত হলেও তিনি মাঠ ছাড়েননি। সম্প্রতি যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসে তিনি দাবি করেন-তারেক রহমান তাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। ফলে বিএনপির জোটগত সমীকরণে তার নামটি আবারও গুরুত্ব পাচ্ছে।

অতীতের নির্বাচনী চিত্র

লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ প্রায় সব বড় দল থেকেই অতীতে এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত টানা আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান এই আসন দখলে রাখেন।

কারা আছেন আলোচনায়

এই মুহূর্তে লক্ষ্মীপুর-১ আসনে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা হলেন- এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বিএনপির জহিরুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, ইয়াছিন আলী, প্রয়াত প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়, জামায়াতের নাজমুল হাসান পাটওয়ারী, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, এবি পার্টির আনোয়ার হোসেন। এদের পাশাপাশি এনসিপির মাহবুব আলমও এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন। তিনি বলেছেন-প্রথমে কাঙ্ক্ষিত সংস্কার ও আইনি ভিত্তি চাই, তারপর নির্বাচন হবে কি না তা দেখা যাবে।

কোন্দলে বিএনপি

রামগঞ্জ পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার ২ লাখ ৭৭ হাজারের বেশি। মাঠের গণসংযোগে প্রকাশ পাচ্ছে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন-কমপক্ষে তিন ভাগে ভাঙা অবস্থায় রয়েছে দলটি। তৃণমূল পর্যন্ত চলছে মতবিরোধ ও সংঘাত।

ইয়াছিন আলী বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধ। হারুনুর রশিদ আশাবাদী-দল এবারও তাকে মনোনয়ন দেবে। জাতীয় পার্টির মাহমুদুর রহমান বলছেন, নির্বাচন আদৌ হবে কি না-সেই অনিশ্চয়তাই বড় বাধা।

জোট ও ইসলামি সংগঠনগুলোর প্রস্তুতি

এলডিপির শাহাদাত হোসেন সেলিম দাবি করেন-৩টি প্রার্থীর স্থানে ৩০০ আসনে থাকবে ৯০০ মনোনয়ন প্রত্যাশী, তবে চূড়ান্ত মনোনয়নের পর সবাই ঐক্যবদ্ধ হবেন। তিনি প্রতি সপ্তাহেই মাঠে জনসংযোগ করছেন। ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী মনে করছেন, তারা জনসমর্থন পাচ্ছেন এবং ভালো কিছু করবেন।

জামায়াতের নাজমুল হাসান পাটওয়ারী বলেন, যে কোনো সময়ের তুলনায় এবার তারা মাঠে সবচেয়ে শক্তিশালী অবস্থানে, তরুণরা তাদের দিকে ঝুঁকছেন।

নির্বাচনের সার্বিক চিত্র দেখে মনে হচ্ছে, লক্ষ্মীপুর-১ আসনটি আগামী জাতীয় নির্বাচনে হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রার্থী বাছাই ও জোটগত সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে হবেন ভোটের মূল খেলোয়াড়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.