× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উবাসিং মারমা,রুমা প্রতিনিধি।

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার  সকাল প্রায় ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এমদাদুল হক শরীফ। তিনি তাঁর বক্তব্যে বলেন—সমাজের সর্বস্তরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, সমাজ ও প্রশাসন সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বেগম রোকেয়ার স্বপ্নের সমাজ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি—চেয়ারম্যান, মেম্বারসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী অধিকার, শিক্ষার গুরুত্ব এবং ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা নারী-শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.