নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি সহায়তা প্রদানের অংশ হিসেবে বিনামূল্যে বোরো মৌসুমের হাইব্রিড ও উপশি ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষিবিদ মোঃ সজীব আল মারুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল সালাম,উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এমদাদুল হক,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।
এবারের কর্মসূচিতে মোট ৯৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়। এর মধ্যে—উপশি বীজ পেয়েছেন ৭০০ জন কৃষক: প্রতি কৃষককে ৫ কেজি উপশি বীজ,সঙ্গে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। হাইব্রিড বোরো বীজ পেয়েছেন ২৫০ জন কৃষক: প্রতি কৃষককে ২ কেজি হাইব্রিড বীজ প্রদান করা হয়।
সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ বড়াইগ্রামের কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।