ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
উপজেলা প্রকল্প ডেভেলপমেন্ট অফিসার ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ ফয়জুল করিম নোমান, ওসি (তদন্ত) ফেরদৌস আক্তার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সভাপতি আবু তাহের আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি শাহরিয়ার মান্নান প্রমুখ।
শেষে সফল জননী ক্যাটাগরিতে হাছিনা আক্তার, সমাজ উন্নয়নে অসমান্য অবদানে জাহানারা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শারমিন আক্তার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সালমা আক্তারকে সংবর্ধনা প্রধান করেন অতিথিবৃন্দ।