× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি)

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে মঙ্গলবার (৯ ডি‌সেস্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মুখে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী প্লাকার্ড নিয়ে অংশ গ্রহন করেন। 

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নলছিটি উপজেলা দুদ‌কের সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) মো. সামছুল আলম খান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, থানার পোল জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নলছিটি উপজেলা মডেল মসজিদের খতিব হা‌ফেজ মাওলানা মো. আতিকুর রহমান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মো. মনিরুজ্জামান প্রমুখ।

দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়, নলছিটি উপজেলা প্রশাসন ও নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. শাহাদাত আলম ফকির।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.