রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার ডিগ্রি কলেজের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে গণতন্ত্রের মানসকন্যা, রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি, মানবতার মা ,তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন সরকারের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মজিবুর রহমান, সহকারী অধ্যাপক রবিউল হোসেন, প্রভাষক খোন্দকার জিল্লুর রহমান মিঠু, সহকারী অধ্যাপক আমানুল্লাহ ও সহকারী অধ্যাপক রইস উদ্দীন প্রমুখ। বক্তাগণ বলেন বেগম খালেদা শুধুমাত্র বিএনপি'র নেত্রী নন তিনি গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের মানবতার এক মহান দেশ দরদী নেত্রী।
বর্তমানে ইন্টেরিম সরকার ঘোষিত তিনি দেশের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাঁর জন্য দেশ-বিদেশের সর্বত্রই দোয়া করা হচ্ছে। এরই অংশ হিসেবে বসন্তকেদার ডিগ্রি কলেজ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ সরকার।