ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) এবং ৯ ডিসেম্বর “বেগম রোকেয়া দিবস” উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, বেগম রোকেয়া শুধু বাংলার নারী জাগরণের অগ্রদূতই নন—তিনি বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।