× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী উন্নয়ন ও নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর — গফরগাঁওয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রতিনিধি (গফরগাঁও) ময়মনসিংহ

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) এবং ৯ ডিসেম্বর “বেগম রোকেয়া দিবস” উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, বেগম রোকেয়া শুধু বাংলার নারী জাগরণের অগ্রদূতই নন—তিনি বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.