“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যমত হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র্যালী, অদম্য নারী পুরুস্কার ও আলোচনা সভা।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আযয়োজনে উপজেলা অডিটরিয়ামে দিবসটি উ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশের কৃতি সন্তান রাজশাহী বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এম বি সৈয়েবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ থানার নবাগত ওসি হাবিবুর রহমান, তাড়াশ প্র্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অব.) মোসলেম উদ্দিনের সহধর্মিণী রত্মগর্ভা মা শামসুন নাহারকে অদম্য নারী হিসেবে সম্মাননা পুরুস্কার দেয়া হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখ সাদি সোহাগ কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার অংশ বিশেষ আবৃতি করে শোনান । যা সবাইকে মুগ্ধ করে।