চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট'র শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর (সোমবার) দোহাজারী আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, প্রধান বক্তা ছিলেন, এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা এডিপি'র সদস্য গোলাম কিবরিয়া শিমুল, গণতান্ত্রিক কৃষক দলের আহবায়ক মমতাজ উদ্দিন, দোহাজারী পৌরসভা এলডিপি'র সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, খানদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশর প্রমূখ।