× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় র‌্যালি, মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়া। পরিচালনা করেন দুপ্রকের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ ছাদেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, দুপ্রকের সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী, সহ-সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ও পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন নয়—চাই সচেতন নাগরিক, জবাবদিহিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মূল্যবোধ গড়ে তোলার উদ্যোগ। তারুণ্যকে শুদ্ধতার নেতৃত্বে যুক্ত করলেই আগামীর সৎ সমাজ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.