× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নি‌রাপত্তা নিশ্চিত করি -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন সহ প্রশাসনের কর্মকর্তা নারী উদ্যোক্তা,অদম্য নারী সহ বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ।এ সময় সমাজে অবদানের জন্য ১০ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.