× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দশানি যদুনাথ স্কুল এন্ড কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট

০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন ও যদুনাথ স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।

বিদ্যালয়ের সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা মশিউর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেফতাহ উদ্দিন, চুলকাঠি ঘন শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, খান জাহান আলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, মাফুজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান।

জেলা কৃষক দলের আহবায়ক আসাফ উদদৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম হাসান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সিপিএ রফিকুল ইসলাম জগলু তার বক্তৃতায় বলেন, ওয়ান ইলেভেনের সময়ে বেগম খালেদা জিয়াকে তার দুই পুত্রসহ নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী খালেদা জিয়া তাদের শর্তে রাজি না হয়ে তিনি তাদের পরিষ্কার জানিয়েছিলেন এ দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না। আজ তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা তার সুস্থতার জন্য দোয়া করবো। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.