× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সিফাত-শাওন

জবি প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আশফাকুর আলম সিফাত এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আসিফ মাহমুদ শাওন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিদায়ী কমিটির সভাপতি নুবয়ত হোসেন নুহান ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আশফাকুর আলম সিফাত বলেন, 'জয়পুরহাট দেশের উত্তরের একটি বৈষম্যের শিকার জেলা। এখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রতিবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভিন পরিবেশে খাপ খাওয়াতে নানা সমস্যার মুখে পড়ে। পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই হবে তাঁর কমিটির প্রধান লক্ষ্য।'

তিনি আরো বলেন, 'এখানে এসে যেন কেউ আর আপনজনহীন মনে না করে। সংগঠনটিকে শিক্ষার্থীদের এক অভিভাবকসুলভ আশ্রয় হিসেবে গড়ে তুলতে চাই।'

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসমিয়া সরকার নূরী। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের আশফাকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. আমিনুল ইসলাম জিহাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.