× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে নবাগত ওসি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সিলেটের জৈন্তাপুরে  জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক  আয়োজিত ১ নং নিজপাট  নিজপাট  ইউনিয়ন পরিষদ হলরুমে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার(৯ই ডিসেম্বর)  বিকেল ৪:০০ ঘটিকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।  সভায় এসআই শামীম আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (সেকেন্ড অফিসার) জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 

সভায় অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা বলেন, সুন্দর সমাজ বিনির্মানে জৈন্তাপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন  জনগণের নিকট পুলিশের সেবা পৌছে দিতে তিনি পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 

এ সময় সভায় আরো  বক্তব্য রাখেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলাম। সভা চলাকালিন সময়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ, নিজপাট ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য- মহিলা সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.