‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য-গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও স্কাউটের সদস্য সহ বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
উপজেলা কমপ্লেক্সের সম্মুখে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। সামাজিকভাবে দুর্নীতির বাজদের ঘৃণা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, উন্নত রাষ্ট্র ও সুস্থ সমাজ গঠনের প্রধান অন্তরায় দুর্নীতি। দেশ থেকে দুর্নীতি নির্মূল না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।