পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপস খুলে কিশোর-কিশোরীদের আর্থিক মুনাফার লোভ দেখিয়ে রেজিষ্ট্রেশন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তার (৩৫) ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত ওই দম্পতি কে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিণপালা গ্রামের মো. নূরুল ইসলাম এর ছেলে মো. জসীম উদ্দিন ও তার স্ত্রী শারমীন এমবি নামে একটি মোবাইল অ্যাপস খুলেন। পরবর্তীতে সেখানে এলাকার কয়েক শত কিশোর-কিশোরীদের টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন ভূক্ত করেন। এতে ৩ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা জমা করলে প্রতিদিন বিভিন্ন অংকের প্যাকেজে লোভনীয় বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাদের লোভনীয় ফাঁদে পড়ে স্থানীয় শত শত কিশোর-কিশোরী মুনাফা লোভের আশায় অর্থ জমা করে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ওই অ্যাপসটি অচল হয়ে পড়লে গ্রাহকরা ওই দম্পতির কাছে ধরনা দেয়। এসময় প্রতারক দম্পতি জানায়, আরও দশ হাজার টাকা হারে পুনারায় জমা করলে অ্যাপস চালু হবে। এতে গ্রাহকদের সন্দেহ হলে তারা ওই দম্পতিকে ঘেরাও করে ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।
পরে প্রতারণার ঘটনায় সোমবার (০৮ ডিসেম্বর) রাতে ভূক্তভোগি মো. মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে মঠবাড়িয়া সাইবার অপরাধ আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।