× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে সড়ক দখল, সংস্কারকাজ বন্ধ

মো.সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭ পিএম

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও তার পরিবারের দখলে থাকা সড়কের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দখলকৃত অংশের কারণে সড়ক সম্প্রসারণ ও সংস্কারকাজ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ডোমার পৌরশহরের ডিবি মোড় থেকে চান্দিনাপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই পাশে কয়েকশ মানুষ ‘ভুক্তভোগী সাধারণ জনগণ’ ব্যানারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে সড়কের প্রায় ৬০ মিটার অংশ দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ফলে সড়কটি সংকীর্ণ হয়ে জনভোগান্তি বেড়েছে।

স্থানীয়রা জানান, ১৫৫ মিটার দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে থাকেন। সড়কটি ডোমার পৌর এলাকায় অবস্থিত হলেও এর ওপর নির্ভরশীল আশপাশের বিভিন্ন ইউনিয়নের মানুষ। পাশাপাশি সড়কের আশেপাশে রয়েছে একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও একটি সরকারি ক্লিনিক।

ডোমার পৌরসভার সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হয়। কিন্তু সড়কের উল্লেখযোগ্য অংশ দখলে থাকায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সড়কের দখলমুক্তি নিশ্চিত করে সংস্কার কাজ পুনরায় শুরু করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। বক্তব্য রাখেন ব্যবসায়ী আনোয়ার হোসেন, সোহেল রানা, হামিদুল ইসলাম, ওলিয়ার রহমান, আনিছুর রহমান, মো. রতন, সাজু ইসলাম ও সাবেক ইউপি সদস্য সুমন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.