× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম রোকেয়া দিবসে ফেনীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

১০ ডিসেম্বর ২০২৫, ১৭:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবারো বিভিন্ন ক্ষেত্রে নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফেনীতে পাঁচ বিশিষ্ট নারীকে অদম্য নারী পদক তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনী আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ জনের হাতে এই পদক তুলে দেয়া হয়েছে। 

মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম  ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। এসময় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা অদম্য নারী পদক পাওয়া পাঁচ নারীকে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন। 

এবার যারা পদক পেলেন তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পরশুরামের চুমকি কর্মকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ছাগলনাইয়ার মোসাম্মৎ শিরিন আক্তার, সফল জননী নারী সোনাগাজীর বেগম তাজকেরা চৌধুরী, জীবন সংগ্রামে জয়ী নারী সোনাগাজীর শিরিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদানের জন্য ছাগলনাইয়ার শাহনাজ আক্তার। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.