আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড (পাহাড়তলী, আংশিক আকবরশাহ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন টানা নির্বাচনী জনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।তার-ই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেদারখীল থেকে শুরু হয়ে ২নং ওয়ার্ড আইয়ুব আলী মার্কেট পর্যন্ত ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন হাট–বাজারের দোকানপাট, ব্যবসায়ীসহ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে দলের পক্ষে সমর্থন আদায়ে সচেষ্ট থাকেন।
জনসংযোগকালে কাজী সালাউদ্দিন বলেন—
“চট্টগ্রাম–৪ আসনের মানুষের প্রত্যাশা অত্যন্ত বেশি। তারা শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চান। তাদের বিশ্বাস অটুট রাখতে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে এ আসনকে উন্নয়নের অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলব। সন্ত্রাস, চাঁদাবাজি ও নেশামুক্ত আধুনিক উপজেলা হবে সীতাকুণ্ড।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, আবু জাফর ভুইয়া, আকবর হোসেন, ইদ্রিস মিয়া মনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ জামশেদ আলম, আলমগীর হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি এ. কে. আজাদ, কবির আহাম্মদ মোল্লা, নুরের ছাপা ছাবু, জেবল হোসেন, আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম, মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মির তোফায়েল, আব্দুল কাদের, সালাউদ্দিন, আমান উল্লাহ, সিরাজুল ইসলাম, মুরাদপুরের এজাহার মেম্বার, যুবনেতা শাহরিয়ার সজিব, আবু নুর, হেলাল উদ্দিন, সায়েম, তালেব, দিদার, ইউনিয়ন ছাত্রনেতা নাজিম উদ্দিন, তহিদুল ইসলাম নয়ন, মামুন, বাবলু, মাহফুজ উদ্দিন, আরিফ, রিফাতসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।