নির্বাচনী আমেজ শুরু হয়েছে উল্লেখ করে ধর্ম মন্ত্রনালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারি মাসে অত্যান্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হবে। এ ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা।
আজ সকালে নাটোর জেলা ও সদর উপজেলায় দুটি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, হজ্ব নিয়ে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবেনা। গত বছর ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরৎ দেয়া হয়েছে। এ বছরও তারা ফেরৎ দিতে পারবেন। এ নিয়ে কেউ কোন অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গণপূর্ত বিভাগের উর্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।