× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৩ মাদককারবারী আটক; বিভিন্ন মেয়াদে সাজা

আরিফ খন্দকার কুষ্টিয়া

১০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদক নির্মূলে যৌথ বাহিনী কুষ্টিয়া শহরে বিশেষ টিম অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ মাদককারবারী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের যৌথ অভিযান চলাকালে ১৩ মাদককারবারী আটক হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস) ফয়সাল মাহমুদ নেতৃত্ব দেন।

অভিযান শেষে জগতি রেল স্টেশন প্লাটফর্মে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। আটককৃত ১৩ মাদককারবারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের বেশ কয়েকটি স্থানে মাদক কেনাবেচা হয়। সেখানে মঙ্গলবার বিকেল থেকে রাত অবদি আমাদের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত ছিলো। এ অভিযানে মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে অভিযান শেষ হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে অভিযান পরিচালনাকারী ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা নিয়মিত অভিযান চালিয়ে এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে সচেষ্ট থাকবে। মাদক মুক্ত সমাজ গড়তে সকলকের সহযোগিতা কামনা করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.