× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিভিন্ন বিওপির আওতাভুক্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা, গাজীপুর, মাদরা, কালিয়ানী ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ঔষধ আটক করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার–১/২২ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির টহল দল একইভাবে লিটনের ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

কালিয়ানী বিওপির বিশেষ দল ছয়ঘরিয়া এলাকা থেকে আরও ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। অপরদিকে কাকডাঙ্গা বিওপির টহল দল ভাদিয়ালী এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদসহ ৪৫ হাজার টাকার মালামাল জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির বিশেষ দল চান্দাপোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এই সব  জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা।

বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে আনছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ।উদ্ধারকৃত মদ ও ঔষধ সাতক্ষীরা কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.