গুণগত মানসম্মত ও নিরাপদ ফিড নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় খামারি এবং পরিবেশকদের ক্ষমতায়নে পটুয়াখালীতে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড।
বুধবার(১০ ডিসেম্বর) পটুয়াখালীতে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও মাহাবুবুর রহমান সরকার। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্থানীয় ডিলার ও খামারিদের সঙ্গে সরাসরি কাজ করে নিরাপদ ও মানসম্মত ফিড সরবরাহের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
স্বাগত বক্তব্য প্রদান করেন দাউদ হেলাল ফাহিম (অপারেশনস)। তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী ডিলার এবং খামারিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেড অফ নিউট্রিশন তানভীর হোসেন, স্ট্র্যাটেজি ম্যানেজার রফিকুল ইসলাম শুভ, বরিশাল বিভাগের আর এস এম মোঃ আলাউদ্দিন চঞ্চল এবং পুরো বরিশাল সেলস টিম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত ফিডের উপকারিতা তুলে ধরা হয় এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারি উন্নয়নে আফতাবের চলমান পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।