নীলফামারীর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান রোববার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। “এসো নবীর প্রাণ, ঐক্যের চেতনায় হই আগুয়ান, গাই নবজীবনের জয়গান”— এই স্লোগানকে ধারণ করে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবের উচ্ছ্বাস। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাজসজ্জা ও সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপঙ্কর রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, নীলফামারী; মোহাম্মদ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); এবং আব্দুস সামাদ শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নীলফামারী। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইকেন্দ্রিক নয়; বরং সৃজনশীলতা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তোলে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাঁর বক্তব্যে বলেন, “সৃজনশীল চিন্তা ও নৈতিক শক্তিই আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে।”
অনুষ্ঠানস্থলে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি। কীবোর্ড, গিটারসহ বাদ্যযন্ত্রে সাজানো স্টেজ নবীনদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। হাতে রঙিন ছাপ, ফুল, হাতে তৈরি ব্যানার ও হাসিমুখের উপস্থিতিতে ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর।
সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, কবিতা ও দলীয় পরিবেশনা মঞ্চ মাতিয়ে তোলে। অতিথিরা পরিবেশনা উপভোগ করেন এবং শিক্ষার্থীদের আগামীর পথচলায় সফলতা কামনা করেন।
সার্বিকভাবে নবীনবরণ অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন এবং অনুপ্রেরণামূলক আয়োজন— যা নতুন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, আত্মবিশ্বাস ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে।