নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কম্বাইন্ড অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি পিএসসি (অবসরপ্রাপ্ত)।
বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় তিনি নরসিংদী পুলিশ লাইনে বৃক্ষ রোপন করে ৫ ই আগস্ট পূর্ববর্তী ছাত্র-জনতা আন্দোলন সহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করেন। পরে পুলিশ লাইনস্থ পুলিশ হাসপাতাল, থাকার জায়গা, অস্ত্রাগার, রেশন স্টোর, রান্নাঘর ও জেলা কারাগারের অস্ত্রাগার, বন্দিদের সাক্ষাৎকারের স্থান, থাকা- খাওয়া ও শারীরিক খোঁজখবর নেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।