× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

১০ ডিসেম্বর ২০২৫, ১৮:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ৪০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৫০০ জন কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) ধানের বীজ দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগী বিনামূল্যে পাবেন ২০ কেজি সার।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জমান ইমরান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপকারভোগী কৃষকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.