ঢাকার মোহাম্মদ থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার (২০) কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি টীম।
বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকে ও আটক করা হয়েছে। জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে। মোহাম্মদপুর থানার এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুজনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।
গ্রেপ্তার কৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।