× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটি থেকে চাঞ্চল‌্যকর ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি

১০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকার মোহাম্মদ থানার চাঞ্চল‌্যকর ডাবল মার্ডারের মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার (২০) কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি টীম। 

বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকে ও আটক করা হয়েছে।  জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে। মোহাম্মদপুর থানার  এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুজনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। 

গ্রেপ্তার কৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.