গোপালগঞ্জ জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান।
গোপালগঞ্জ জেলায় যোগদানের পর তিনি রোববার (৭ ডিসেম্বর) নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে জেলা কারাগার, গোপালগঞ্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। নারী কারাবন্দীদের পুনর্বাসনকল্পে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং খাবার ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেল সুপার শওকত হোসেন মিয়া, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, জেলার মোঃ নাসির উদ্দীন, ডেপুটি জেলার সুমি ঘোস সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান নিয়মিত পরিদর্শনের জন্য জেলা কারাগারে পৌঁছালে সেখানে তাকে জেলা কারাগারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেল সুপার শওকত আলী মিয়া। পরে জেলা কারারক্ষী বাহিনীর একটি সুসজ্জিত দল জেলা ম্যাজিস্ট্রেটকে গার্ড অফ অনার প্রদান করেন।