× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রি ,জমির মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ(চাঁদপুর):

১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কৃষি জমির টপসয়েল বিক্রির অপরাধে নুর হোসেন খান নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।

তিনি জানান, সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর হোসেন খান নামে এক ব্যক্তিকে টপসয়েল বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় টপসয়েল কাটা অবস্থায় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে এস্কেভেটর চালক দৌড়ে পালিয়ে যায়। পরে দুইটি এস্কেভেটর মেশিন জব্দ করে ইউপি সদস্য জাকির হোসেন ও ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইমান হোসেনের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ফরিদগঞ্জ থানার এস. আই পিয়াস বড়ুয়া, সুবিদপুর পূর্ব ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেন, ইউপি সদস্য সাহাদাত হোসেন ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.