× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ বাতিলের দাবিতে ফেনীতে মতবিনিময় সভা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে ফেনীতে  নিবন্ধিত সকল ট্রাভেল এজেন্সির মালিকদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফেনী ট্রাভেলস এর স্বত্তাধিকারী ফখরুল ইসলামের সভাপতিত্বে ও স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী রোটারিয়ান এস আলম ভুঁঞা অপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলন কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জালাল উদ্দিন টিপু।এতে বিশেষ অতিথি ছিলেন ইলহাম ট্রাভেলস এর স্বত্তাধিকারী লায়ন মোহাম্মদ জোমান চৌধুরী, জে এস ট্রাভেলস এর স্বত্তাধিকারী মুহাম্মদ এনামুল হক বাবুল, জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।ফেনী ট্রাভেল এজেন্সি মালিকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসমাইল, রবিউল হক রবিন, বাহারুল আলম হাজারী, ইকবাল আহমেদ, আবদুল আলী আনসারি,মনসুরুল করিম তুহিন, জাফর উল্যাহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ট্রাভেল এজেন্সির প্রকৃত মালিকদের সাথে পরামর্শ না করে সরকার এ কালো নীতিমালা বাস্তবায়ন করার অপতৎপরতা চালাচ্ছে।এ নীতিমালা বাস্তবায়িত হলে ট্রাভেল ইন্ডাস্ট্রি ধ্বংস হবে এবং প্রায় ২০ লক্ষ লোক বেকার হয়ে যাবে। নিবন্ধিত প্রায় ৬ হাজার এজেন্সি বন্ধ হয়ে যাবে। তিনি অনতিবিলম্বে এ নীতিমালা বাতিল করার দাবি জানান। যে কোন মূল্যে সারা দেশের ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা এ নীতিমালা রুখে দিবে মর্মে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। সভায় আটাবকে আরো গতিশীল ও কার্যকরী ভূমিকা পালন করার আহবান জানান।উল্লেখ যে, এর আগে ১৯ নভেম্বর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী জেলার সর্বস্তরের ট্রাভেল এজেন্সি মালিকদের নিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমরা এমন একটি নীতিমালা চাই যার মাধ্যমে শান্তিপূর্নভাবে ব্যবসা পরিচালনা করতে পারি।

এতে ফেনী নোয়াখালী,  চৌদ্দগ্রাম,বারইয়ারহাট সহ আশেপাশের জেলার নিবন্ধিত ৯২ টি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.