মাদারীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এমারাত হোসেন খানের পিতা মোঃ এমদাদুল হক খান বাদশা (১১০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) বার্ধক্যজনিত কারণে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বাঘরিয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম বাদশা খান প্রয়াত আমজাদ খানের বড় ছেলে, সাবেক চেয়ারম্যান প্রয়াত গোলাম আলী খানের বড় ভাই এবং জাকির হোসেন খানের চাচা ছিলেন।
বাদ মাগরিব বাঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনি, পুতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উক্ত জানাজায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে অসংখ্য সামাজিক ব্যক্তিত্ব গভীর শোক ও পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।