× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক আসন থেকে মনোনীত প্রার্থী: মুহাম্মদ হাসান আলী

চন্দনাইশ প্রতিনিধি:

১০ ডিসেম্বর ২০২৫, ১৯:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বুধবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। এ সময় জানানো হয়, দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, আর সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে লড়বেন। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

চট্টগ্রামের ৯টি আসনে মনোনয়ন পেয়েছেন- চট্টগ্রাম-৬ (রাউজান) মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) মুহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আবদুল মাবুদ সৈয়দ, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মীর আরশাদুল হক।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা “ব্যালট রেভল্যুশন”-এ যেতে চাই। প্রার্থীদের 'শাপলা কলি' প্রতীক ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসান আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ। এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ  আমার উপর আস্থা রেখেছে। 

হাসান আলী বলেন , ‘আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে চট্টগ্রাম ১৪ আসনকে চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগণ যদি আমার উপর তাদের আস্থা রাখে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান দেবো ইনশাল্লাহ।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.