বুধবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। এ সময় জানানো হয়, দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, আর সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে লড়বেন। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চট্টগ্রামের ৯টি আসনে মনোনয়ন পেয়েছেন- চট্টগ্রাম-৬ (রাউজান) মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) মুহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আবদুল মাবুদ সৈয়দ, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মীর আরশাদুল হক।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা “ব্যালট রেভল্যুশন”-এ যেতে চাই। প্রার্থীদের 'শাপলা কলি' প্রতীক ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারে নির্দেশনা দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসান আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ। এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ আমার উপর আস্থা রেখেছে।
হাসান আলী বলেন , ‘আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে চট্টগ্রাম ১৪ আসনকে চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগণ যদি আমার উপর তাদের আস্থা রাখে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান দেবো ইনশাল্লাহ।’