ছবি: সংবাদ সারাবেলা।
দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অধিকার। বুধবার (১০ ডিসেম্বর) ফেনী প্রেসক্লাব মিলনায়তনে অধিকার এর আয়োজনে মতবিনিময় সভায় অতিথি ও মানবাধিকার কর্মীরা এমন আহ্বান করেন।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম।
অধিকার ফেনী'র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূলপ্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংগঠক দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সুজন-সুশাসন এর জন্য নাগরিক এর ফেনী'র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, জাসাস ফেনী শাখার সভাপতি সাংস্কৃতিক সংগঠক কাজি ইকবাল আহমেদ পরান,বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন।
বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক সুপ্রভাত ফেনীর ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, একতা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, ২৪ এর আন্দোলনে জুলাইযোদ্ধা মো: আবুল হাসান শাহীন, গুমের শিকার রিপনের ভাই মাহফুজুর রহমান শিপু প্রমুখ।
সভায় গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের চাচা ওহিদুর রহমান সহ সাংবাদিক, মানবাধিকার সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, 'দশ বছর আগে আমার ছেলে মাহবুবুর রহমান রিপন কে ঘুম থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। আজও তার হদিস মেলেনি। আমার ছেলেসহ গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস শেখ হাসিনাসহ মানবাধিকার হরণকারীদের বিচার করতে হবে।'
অধিকার তাঁর লিখিত বক্তব্যে জানায়, প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দিবসটি পালিত হওয়ার কারণ ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে। এমন একটি সময়ে বিশ্বব্যাপি এই দিনটি পালিত হচ্ছে যখন বাংলাদেশে ছাত্র জনতা একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এই গণঅভ্যূত্থান বাংলাদেশের জনগনকে তার নাগরিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাবার সম্ভাবনা সৃষ্টি করেছে।
জনগণ তার দীর্ঘ সংগ্রামের মধ্যে যা অর্জন করেছে, তা ভবিষ্যতে কার্যকর করার জন্য জুলাই সনদ তৈরী করেছে।
কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যা জুলাই সনদের পরিপন্থী। বিগত শেখ হাসিনার আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ গুম এর ঘটনা বর্তমানে বন্ধ হলেও বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে নির্যাতন এখনও চলছে এবং আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে নাগরিকদের ওপর নিপীড়ন করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
অধিকার মনে করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ
নির্বাচন প্রয়োজন। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছে অধিকার।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
