× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ধানের শীষের প্রচারনায় বিএনপি প্রার্থীর গণমিছিল ও জনসভা

মোঃ তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি,

১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার ধানের শীষ পক্ষে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে হোমনা বাস স্ট্যান্ড বালুর মাঠ থেকে একটি গণ মিছিল বের হয়ে হোমনা চৌরাস্তা হয়ে পৌর মার্কেটে এসে শেষ হয়। এতে গণমিছিলটির নেতৃত্ব দেন ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

এর আগে বাসস্ট্যান্ড বালুর মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমি নির্বাচিত হলে হোমনা ও তিতাস উপজেলায় কোনো সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। কোনো মাদক ব্যবসা থাকবে না। আমি নিজে যেহেতু টিআর খাইনা, কাউকে খাইতেও দিব না। তিনি আরো বলেন, বেকার যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যার যার ধর্ম যেনো ঠিকমত পালন করতে পারে আমরা সে ব্যবস্থাও করবো এমন মন্তব্য করেন তিনি।

এ সময় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সী, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি মোল্লা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম সহ স্থানীয় বিএনপির  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.