কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার ৫ ক্যাটাগরিতে ৫জন নারী পেয়েছেন অদম্য নারী পুরস্কার।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নারী সহায়তা ফ্লাটফর্ম (ওয়েব) এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর
সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাঈমিনুল ইসলাম আরিফ, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো. আখতারুজ্জামান, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ
মুরছালিন দারাশিকো, পাড়া মন্ডলভোগ কারিগরি কলেজের অধ্যক্ষ ও কটিয়াদী পিএফজি’র কোঅর্ডিনেটর মোজাম্মেল হক, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাঈফুল ইসলাম, সাধারাণ সম্পাদক মো. জজ মিয়া, বৈষম্য
বিরোধী ছাত্রনেতা আব্দুল্লাহ আল রুমান প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫জন অদম্য নারী দের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, সিদ্দিকা ইসলাম, সাদেকা সুলতানা,
মোছা. রাবেয়া বেগম, সুফিয়া খাতুন ও তাজমহল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।