মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ একটি সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে সিংগাইর থানার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) পার্থ শেখর ঘোষ, এএসআই (নিঃ) মো. শরীফ হোসাইন, এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জনৈক লেবু (৫০), পিতা-মৃত ওয়াজ উদ্দিনের মালিকানাধীন তিন তলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
এসময় ভাড়া বাসা থেকে মো. মাসুদ (৪৯), পিতা—মৃত ফালু বেপারী, মাতা—সাফিয়া খাতুন, সাং—সাদাপুর, থানা—নবাবগঞ্জ, জেলা—ঢাকা-কে গ্রেফতার করা হয়। তার দখল থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।