× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

১১ ডিসেম্বর ২০২৫, ১৪:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ একটি সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে সিংগাইর থানার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) পার্থ শেখর ঘোষ, এএসআই (নিঃ) মো. শরীফ হোসাইন, এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জনৈক লেবু (৫০), পিতা-মৃত ওয়াজ উদ্দিনের মালিকানাধীন তিন তলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।

এসময় ভাড়া বাসা থেকে মো. মাসুদ (৪৯), পিতা—মৃত ফালু বেপারী, মাতা—সাফিয়া খাতুন, সাং—সাদাপুর, থানা—নবাবগঞ্জ, জেলা—ঢাকা-কে গ্রেফতার করা হয়। তার দখল থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.