নরসিংদীর দুই পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর শাহী ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টায় নরসিংদী দুই পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের প্রতীক। তাঁকে আজ যে কারণে রাজনৈতিকভাবে আটকে রাখা হয়েছে, তা দেশের জনগণ মনেপ্রাণে উপলব্ধি করে। তিনি সুস্থ হয়ে আবারো জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি, তা একদিনই জয়ী হবে।
তিনি আরও বলেন,মানুষের দুয়ারে শীত নেমে এসেছে, অথচ সরকার মানুষের দুর্ভোগ লাঘবে কোনো দায়িত্ব পালন করছে না। বিএনপি মাঠে আছে, মানুষের পাশে আছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট কাটাতে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের প্রধান কাজ। আজকের এই শীতবস্ত্র বিতরণ মানবিক দায়িত্বের অংশ হলেও, এর মধ্য দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততার বার্তা দিচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদ মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ মনির হোসেন, সহ-সম্পাদক ও মেঘনাঘাট বাইপাস সড়কের সমন্বয়ক হাফিজুর রহমান বাবলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাজী এমদাদ হোসেন রানা।
বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং রাজনৈতিক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয়দের উপস্থিতি ও উদ্দীপনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।