পটুয়াখালীর দুমকিতে টিআর, কর্মসৃজন (কাবিখা), টিন-চাউলসহ বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য না পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন দিয়েছেন গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলার তথ্য অধিকার ফরম জমা দিয়ে তিনি এ নোটিস দাখিল করেন।
আবেদনকারী সৈয়দ আতিকুল ইসলাম জানান, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে অত্র উপজেলায় টিআর, কাবিখা, টিন–চাউল প্রকল্পের বরাদ্দ, ব্যয়ের বিবরণ, প্রকল্প অনুমোদনের তারিখ ও বাস্তবায়ন সংক্রান্ত সব তথ্য তিনি জানতে চেয়েছিলেন। পাশাপাশি বটতলা গফুর আলী আকনের বাড়ি হতে মিয়াবাড়ি জামে মসজিদ পর্যন্ত হেরিংবন্ড বাস্ত ও ইউড্রেন কাজের প্রকল্প প্রস্তাবনা, অনুমোদনপত্র, অর্থ ছাড়ের নথি ও সংশ্লিষ্ট ডিজাইন–প্ল্যানের অনুলিপি চেয়েছেন।
তথ্য অধিকার আইনের ৮(১) ও ৮(২) ধারায় নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেলে তিনি পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেছেন। আবেদনটি লিখিতভাবে পিআইও কার্যালয় গ্রহণ করেছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তথ্য ফরমের আবেদন করলেও তথ্যমূল্য পরিশোধ না করায় তথ্য প্রদান করা হয়নি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা: ফরিদা ইয়াসমিন বলেন, আবেদনের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও তথ্য না পেলে উর্ধতন কর্মকর্তার কাছে আপিল করেন। আপিল কর্মকর্তা চিঠি দিয়ে তথ্য চাইলে অবশ্যই তদালোকে চাহিত তথ্য প্রদান করা হবে।
পটুয়াখালী জেলা ত্রান ও পর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন বলেন, তথ্য না দেওয়ার কোনো সুযোগ নেই। আমি তাকে বলে দিব।