মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) নির্বাচীত হলে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি।
মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি তার নির্বাচনী ব্যবস্থা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আমার এই নির্বাচনী এলাকাকে একটি শিক্ষা বান্ধব অঞ্চল হিসেবে পরিনত করতে চাই। সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আমার এই নির্বাচনী এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো ইন'শা আল্লাহ।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) এর মানুষ উন্নত চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অকালেই মৃত্যু হয়। দুরাঞ্চল থেকে আসা অনেক রোগী জ্যামের কারণে ঢাকায় ঢোকার আগেই গাড়িতেই অনেকের মৃত্যু হয়, এজন্য এই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই একটি মেডিকেল কলেজ স্থাপন করা অতিব জরুরী। এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে পারলে শুধু এই মুন্সিগঞ্জ-১ না বরং ১৭/১৮ টি জেলার অনেক মানুষ এখান থেকে সেবা নিতে পারবে। তাই আমি চেস্টা করবো কিভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা যায় সেই ব্যাপারে কাজ করার।
সিরাজদিখান উপজেলার নিমতলা জেম্স গ্রীল চাইনিজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্ম পরিষদের জেলা সভাপতি খিদির আঃ সালাম এর সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামি আমীর কবির হোসেন, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নূর জামান মীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।