× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মাহমুদুল হাসান সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

১১ ডিসেম্বর ২০২৫, ১৭:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিকদের মুক্ত আলোচনা এবং ইউএনও’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও খায়রুন্নাহার বলেন,  আমি সিংগাইরের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। এখানে দায়িত্ব পালন শেষে অন্যত্র চলে গেলেও যেন এ এলাকার মানুষ আমাকে স্মরণে রাখেন—সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। জনগণের সেবা সুনিশ্চিত করতে সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতা বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”

“তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা কাজ করে যাবো। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিংগাইরকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নয়নমূলক সকল ভালো কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করি।”

মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগের নানা দিক তুলে ধরেন।

তাদের আলোচনায় উঠে আসে—অবৈধ ইটভাটা উচ্ছেদ, ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ নাগরিক সেবাসমূহ সহজীকরণ, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা, পৌরকর ও ইউনিয়ন কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, সেবা খাতে দেরি ও অনিয়ম প্রতিরোধ। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর নজরদারি ও উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব।

তিনি জানান, সিংগাইর উপজেলাকে উন্নয়ন ও সুশাসনের দৃষ্টান্ত হিসেবে দাঁড় করাতে প্রশাসনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন , সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক কালেক কণ্ঠ আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেন, সদস্য সচিব ও গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি সুজন মোল্লা, বাংলা টিভি প্রতিনিধি রিয়াজুল ইসলাম, রাজধানীর টিভির প্রতিনিধি আবুল কালঅম আজাত,  নাগরিক সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান রাজিব, সংবাদ সারাবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভি প্রতিনিধি ইরান হোসেন দৈনিক অধিকার প্রতিনিধি মিলন মাহমুদ, আনন্দ টিভি প্রতিনিধি মোশারব মোল্লা, মুভি বাংলা প্রতিনিধি সানোয়ার হোসেন, ভোরের বাণী প্রতিনিধি মোহাম্মদ মামুন, প্ররতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আতিকুল ইসলাম, নববাণীর প্রতিনিধি কামরুল হাসান, প্রভাতির নিউজ প্রতিনিধি সানাউল্লাহ সাবিক

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.