নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বাজারের কাপড় পট্টিতে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ৩টি সার ও কীটনাশক এবং ৪টি কাপড়ের দোকান অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে তাদের জীবিকা চরম সংকটে পড়েছে। তারা বলেন, পুরো মালামাল পুড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের সহায়তা তাদের জন্য অত্যন্ত জরুরি।
স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বিস্তারিত তদন্তের পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।