ছবি: সংবাদ সারাবেলা।
বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর (বুধবার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব সুলতান আহমদ হলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে মহাসচিব সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল (ম.জি.আ)।
মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (ম.জি.আ)।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুফিবাদই ইসলামের নির্যাস। ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শন সুফিবাদ যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে আসছেন আউলিয়ায়ে কেরাম। সুফিবাদী দরবেশ ওলী বুজুর্গগণ উগ্রতা নয় বরং মানবিক ইসলামের প্রতিনিধিত্ব করে আসছেন। সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখাই সুফিবাদীদের দর্শন ও শিক্ষা। তাই অশান্ত সংঘাতপীড়িত বিশ্বে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে সুফিবাদী মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে।
বক্তারা সুফিবাদীদের আস্তানা মাজার খানকায় হামলাকারীদের অবিলম্বে বিচার করা, মব সন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ খুন থামানোর এবং সব মতাদর্শের মানুষ যাতে নির্বিঘ্নে আচার উৎসব পালন করতে পারে তার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। বক্তারা দেশের বর্তমান বৈরী পরিস্থিতিতে সুন্নি সুফিবাদী তরিকতপন্থীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন। বৈঠকে স্বাগত বক্তব্য দেন ফোরামের ভাইস চেয়ারম্যান সুফি গবেষক এস এম বরকত আকাশ।
প্রধান অতিথি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল বলেন, সুফিবাদী সুন্নি তরিকতপন্থিরা ইসলামের শান্তির দর্শনে বিশ্বাসী। আমরা গায়ে পড়ে কারো সঙ্গে ঝগড়া করি না। অথচ আমরা সুফিবাদীরা আজ আক্রান্ত হচ্ছি উগ্রবাদীদের দ্বারা। এই মুহূর্তে আমাদের মজবুত ঐক্য প্রয়োজন। আল্লামা সৈয়দ অছিয়র রহমান বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতই ইসলামের মূলধারা ও প্রকৃত নাজাতের পথ। সুন্নি মতাদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ রানা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুন্নি সুফিবাদীদের সুদৃঢ় ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধ না হলে আগামী দিনেও সমূহ বিপর্যয় নেমে আসতে পারে।
ফোরামের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরিফের আওলাদ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিকসহ পদস্থ ব্যক্তিবর্গের মধ্যে আলোচনায় অংশ নেন আল্লামা হাফেজ শাহ আলম নঈমী, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসানী মাইজভা-ারী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. আল্লামা আনোয়ার হোসাইন, শাহজাদা মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ, শাহজাদ রেজাউল করিম সুমন ইয়াকুবী, শেখ ফায়সাল করিম মাইজভা-ারী, আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আল্লামা আতাউল মোস্তফা রেজভী, ডা. মওলানা ইয়াকুব মাইজভা-ারী, ফুলকলির জিএম এম এ ছবুর, শাহাজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া, শাহজাদা মাওলানা সৈয়দ শাহজাহান মাইজভা-ারী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ ইলিয়াস সোহেল, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিদুয়ান হৃদয়, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নাজমুল হুদা সাকিব, আনিস মুহাম্মদ বিবলু প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
