× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোগডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইসলামী আন্দোলন বাংংলাদেশ কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন শাখা অফিস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সদরের পাটেশ্বরী বাজারে    আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি  হাফেজ মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই মনোনীত কুড়িগ্রাম ২ আসনের আসন্ন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব নূর বকত, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা মুফতি মোজাম্মেল হক আইমানী,কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার চেয়ারম্যান, কুড়িগ্রাম  সদর শাখার সেক্রেটারি মোঃ ওমর ফারুক, বাংলাদেশ মুজাহিদ কমিটির কুড়িগ্রাম  শাখার   ইমাম কাম অডিটর হযরত মাওলানা মোঃ আবুল কাশেম আজাদ, ইসলামী যুব  আন্দোলন কুড়িগ্রাম সদর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ। 

 অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা বলেন, গলিয়ারা উত্তর ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মূল্যবোধভিত্তিক রাজনীতির ধারা সুসংহত করা হবে।বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আদর্শভিত্তিক রাজনীতি করে। এই রাজনীতির মূল লক্ষ্য হল ইসলামি শাসনব্যবস্থা কায়েম করা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.