× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ময়মনসিংহ-৮ নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মনজুরুল হক হাসান ঈশ্বরগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ৪ টায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার পাট বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী নেতা-কর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে মিছিলে অংশ গ্রহন করেন।

মিছিলটি পাট বাজার থেকে বড় কেলার মাঠ হয়ে উপজেলার সামনে থেকে মারকাজ মসজিদের সামনে এসে শেষ হয়। এর আগে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহাবুবুল হাসান শামিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মনজুরুল হক হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এইচ. এম. মাজহারুল ইসলাম।

দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া মনোনীত প্রার্থী মনজুরুল হক বলেন,“ঈশ্বরগঞ্জের অলিগলি, গ্রামের মানুষের সাথে মিশে বুঝতে পেরেছি, ঈশ্বরগঞ্জের মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে চান। ঈশ্বরগঞ্জের দাঁড়িপাল্লাকে কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ।”

সমাবেশে ময়মনসিংহ মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার বলেন,“রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এবার দাঁড়িপাল্লা সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.