চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতার্কিকদের অন্যতম সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের (সিইউএসডি) নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন ইকরম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল আলম। তারা দুজনেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সদস্যদের বার্ষিক কাজের প্রতিবেদন ওপর ভিত্তি করে কমিটির মনোনয়ন দেওয়া হয়।
নতুন সভাপতি ইকরম হোসেন বলেন, ‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। মুক্ত চিন্তার বিকাশে বিশ্ববিদ্যালয়কে সম্মুখ সারি থেকেই প্রতিনিধিত্ব করার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাসাধ্য চেষ্টা করবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি। একইসাথে পূর্ববর্তী কমিটির সকলকে কৃতজ্ঞতা তারাই আমাদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন।’
১৯ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রামিসা শামরিন চৌধুরী, সহ-সভাপতি জারিন তাসনীম মোরশেদ, সহ-সভাপতি সাফওয়ানুর রহমান সায়েম এবং সহ-সভাপতি তানভিন কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরজুমানদ তামান্না, সাংগঠনিক সম্পাদক সাজরাতুল ইসলাম ইয়াকিন, দপ্তর সম্পাদক নাজমুস সাদাত সায়েম, বাংলা বিতর্ক সম্পাদক রাকিব হোসেন, ইংরেজি বিতর্ক সম্পাদক নাজিফা হক, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হোসেন, গবেষণা সম্পাদক মোফাক্কারুল হুদা তাহা, অর্থ সম্পাদক সাদিয়া শরীফ শান্তা, ইকুইটি সম্পাদক মাশরুরা হক ওয়াফা এবং প্রোগ্রাম প্ল্যানিং সম্পাদক জান্নাতুন নাঈম খুকী।
সিইউএসডির ২৬তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অফ ডিবেটের ডিরেক্টর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সিইউএসডি এর মডারেটর ড. তুনাজ্জিনা সুলতানা, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, সিইউএসডির সাবেক সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, সিইউএসডি'র সাবেক সভাপতি ফারহানা খান যূথী এবং চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ও সিইউএসডি এর সাবেক মিডিয়া ও প্রকাশনা সম্পাদক তাহসিনা রহমান।