× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ

১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়দার মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা বারোটায় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সাথে তারা সাক্ষাৎ করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন, কবি নজরুল কলেজের সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমানসহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবি নজরুল সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই। 

তিনি আরও বলেন, কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.