সারা দেশের মতো সিলেটেও দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সিলেটের চার জেলার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর সবচেয়ে কম সিলেট জেলায়। এ অবস্থায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫১৪ জন। শুধু চলতি মাসেই রোগী শনাক্ত হয়েছে ৩২ জন, আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী।
ডেঙ্গুতে এবার প্রাণহানিও ঘটেছে সিলেট বিভাগে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে-একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং আরেকজন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
চার জেলার তথ্য বিশ্লেষণে দেখা যায়-সিলেট জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৪ জন, সুনামগঞ্জে ৮৬ জন, মৌলভীবাজারে ৯৮ জন এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে হবিগঞ্জ জেলায় এ সংখ্যা ২৪৬ জন।
এ বিষয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, হবিগঞ্জ জেলা ঢাকা’র কাছাকাছি হওয়ায় সেখানে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি দেখা যায়। বিশেষ করে লাখাই উপজেলার অনেকে ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করেন। অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গ্রামে ফিরে আসছেন, এতে করে ডেঙ্গুর বিস্তার বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া অন্য জেলাগুলোতে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। আমরা মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। সিভিল সার্জনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে আরও সচেতনতা বৃদ্ধি করা যায়। পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং রাতে ও দিনে মশারি টানানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।