পটুয়াখালীর দুমকিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় পবিপ্রবি'র মেইনগেট সংলগ্ন উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান।জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপুর প্রমূখ।